ঢাকা মেডিকেলে আগুন
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের চারতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. সালেহ উদ্দিন বলেন, আমরা ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দু-তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই; দেখি হাসপাতালে কর্মচারী ও আনসাররা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুনের সূত্রপাত। সে বিষয়ে তদন্ত করে জানানো হবে। তবে অসাবধনতাবশত পরিত্যক্ত বর্জ্য থেকে আগুন লাগতে পারে।
ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে সব ধরনের অগ্নি-নির্বাপক ব্যবস্থা রয়েছে। আগুন লাগার পর আমাদের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালে আইসিউদের রোগীদের কোন সমস্যা হয়নি। বর্তমানে হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক।বিদ্যুৎ সংযোগে কোন ক্ষতি হয় নি